Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মৌলভীবাজার-৪: নৌকার জোয়ার, পিছিয়ে নেই ধানের শীষ

তোফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল মৌলভীবাজার:
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৪ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৪ PM

bdmorning Image Preview


মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল, কমলগঞ্জ) আসনে নৌকার জোয়াড়, পিছিয়ে নেই ধানের শীষের প্রচারণা। দুই দলের প্রার্থীই এলাকায় খুব ভালোভাবেই চালিয়ে যাচ্ছেন নিজেদের প্রচারণা।

এই আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী বর্তমান সংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ নির্বাচনী প্রচারণায় জোড়েসরে মাঠে নেমেছেন। দিনরাত চালাচ্ছেন গণসংযোগ, উঠান বৈঠক, ভোট কেন্দ্র কমিটির সাথে জনসভা হাটে বাজারে লিফলেট বিতরণসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক বাস্তবায়িত পরিকল্পনা ভোটারদের কাছে তুলে ধরছেন।

বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী প্রচার-প্রচারণার কাজে। উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে জয়ী করার জন্য নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন।

এদিকে বিভেদ ভুলে একাট্রা হয়ে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের পক্ষে দিনরাত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক সৈয়দ মনসুরুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন কঠোর পরিশ্রম করে এবারে আমাদের নৌকাকে বিজয়ী করতে হবে।

এ ছাড়াও আওয়ামী লীগের উপজেলা নেতৃবৃন্দ ও আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে কথা বললে তারা জানান, ভোটারদের দাঁরে দাঁরে গিয়ে আমারা বুঝতে পেরেছি এবারে মৌলভীবাজার-৪ আসনে নৌকার জোয়াড় উঠেছে। ইনশাআল্লাহ আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কা বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা আমাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাবো।

অপরদিকে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল, কমলগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সদস্য মুজিবুর রহমান মুজিব (হাজি মুজিব) নির্বাচনী গণসংযোগ পথসভা লিফলেট বিতরণ ব্যাপকভাবে চালাচ্ছেন। ইতিমধ্যে ধানের শীষের প্রার্থী স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করেছেন।

হাজী মুজিব প্রতিদিন কাক ডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ ভোটারদের নিকট ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন। দুপুর থেকে রাত পর্যন্ত চলছে প্রচার কাজে মাইকিং। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল, কমলগঞ্জ) আসনে স্থানীয় নেতাকর্মীরা ধানের শীষের প্রচারনায় কাজ করায় সাধারণ বিএনপি সমর্থক ভোটাররা খুশি।

শ্রীমঙ্গল পৌর বিএনপির সভাপতি মোছাব্বির আলী মুন্না জানান, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল, কমলগঞ্জ) আসনে ধানের শীষের জোয়াড় উঠেছে। কিন্তু অন্যান্য দল ভালভাবে নির্বাচনী প্রচারণা চালালেও আমাদের দলের প্রার্থীর কোন প্রচারণা ভালভাবে করতে পারছি না। বিভিন্নভাবে বিরোধী দল আমাদের সভা সেমিনারে বাধাগ্রস্থ করছে আমাদের ভেনার পোষ্টার লিফলেট বিভিন্ন এলকায় ছিড়ে ফেলা হচ্ছে।

তিনি বলেন, এখানে লেভেল প্লেইং হচ্ছে না। আশা করি আগামী দিনগুলোতে সুষ্ঠু ও সুন্দরভাবে যদি প্রচারনা করতে দেয়া হয়, কোন ধরনের বাধাগ্রস্থ না হয় এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে ইনশাল্লাহ আগামী ৩০ তারিখে ভোট বিল্পবের মাধ্যমে আমাদের প্রার্থী জয়ী হবে। ভোটারদের দাবি সবকিছু ঠিক থাকলে তাদের পছন্দের প্রার্থীকে জয়ী করবেন তারা।

Bootstrap Image Preview