Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০১:৫০ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০১:৫০ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গা জেলার জীবননগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। 

আজ রবিবার সকাল ৮টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ দিবসটি পালন করা হয়।

কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আঃলতিফ অমল। উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ গনি মিয়া, কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার মেহেদী হাসান, নির্বাচন অফিসার তায়জুল ইসলাম, সমবায় অফিসার মতেহার হোসেন, সামনুর রহমান, পল্লীবিদ্যুতের এজিএম মনিরুল ইসলাম, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাজিব হোসেনসহ সাংবাদিক, সুধী, জনপ্রতিনিধি ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বিনশেচন্দ্র পাল। 

Bootstrap Image Preview