Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিজয় দিবসে নরসিংদীতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা

 নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০১:৪০ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০১:৪০ PM

bdmorning Image Preview


বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ রবিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।

সকাল সাতটায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে নরসিংদী কোর্ট প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন কর্তৃক নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও শিশু কিশোরদের সমাবেশে সালাম গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ। ছাত্রছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, সমাবেশ, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আব্দুল মোতালিব পাঠান সভাপতিত্ব করেন। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টির জন্য সকল মসজিদে মোনাজাত এবং অন্যান্য উপশনালয়ে প্রার্থনা, বিকেল স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক একাদশ বনাম মুক্তিযোদ্ধা সংসদ একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায়  জেলা শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হবে।

এসময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি নরসিংদী পুলিশ সুপারের সহধর্মিনী পুষ্পাঞ্জলী অর্পণ করে জাতির পক্ষ থেকে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। এছাড়া নরসিংদী জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 

 

Bootstrap Image Preview