Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নন্দীগ্রামে বিজয় দিবস উদযাপন 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:১৮ AM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:১৮ AM

bdmorning Image Preview


জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বগুড়ার নন্দীগ্রামে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।  

এদিকে আজ রবিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। এরপর পুলিশের একটি চৌকস দল সশস্ত্র অভিভাদনের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, বাংলাদেশ পুলিশ নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন, উপজেলা জাসদ, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুুনির সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও নানা পেশার মানুষ নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদি।

সেখান থেকে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ বাক্য উচ্চারিত হয়। পুষ্পমাল্য অর্পন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামানায় দোয়া অনুষ্ঠিত হয়।

এছাড়াও জাতীয় পতাকা উত্তলনের মধ্যদিয়ে সকাল সাড়ে ৮টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখাতার।  
 

Bootstrap Image Preview