Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোল সীমান্তে বৈদেশিক মুদ্রাসহ পাচারকারী আটক 

 বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৫২ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৫২ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্তে ২০ হাজার ২শত মার্কিন ডলার, ভারতীয় রুপি ৭ হাজার ৫ শত ও বাংলাদেশি ১৮ হাজার এবং ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৭ টি মোবাইল সেটসহ মাহমুদুল (৩৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। 

শনিবার (১৫ ডিসেম্বর) সকাল ৭ টার সময় বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে বৈদেশিক মুদ্রা ও মোবাইলসহ তাকে আটক করে বিজিবি। আটক মাহমুদুল ঢাকা গাজীপুর থানার নিল নগর গ্রামের ফজলুল হকের ছেলে। 

বিজিবি জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, একজন পাচারকারী ভারত থেকে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা ও মোবাইল সেট নিয়ে বেনাপোল চেকপোষ্ট পার হয়ে প্যাসেঞ্জার টার্মিনালের দিকে অবস্থান করছে। এমন সংবাদে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২০ হাজার ২শত মার্কিন ডলার, ৭ হাজার ৫ শত ভারতীয় রুপি ও বাংলাদেশী ১৮ হাজার টাকা এবং ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ৭ টি মোবাইল সেটসহ মাহমুদুলকে আটক করে।

বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত মালামাল ও আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 

Bootstrap Image Preview