Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কক্সবাজারে বন্যহাতির আক্রমনে কৃষক নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৩:০৭ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৩:০৭ PM

bdmorning Image Preview


কক্সবাজারের পেকুয়ায় বন্যহাতির আক্রমনে নুরুল ইসলাম (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। নিহত নুরুল ইসলাম ওই এলাকার মৃত মো. ইছমাইলের ছেলে।

শনিবার ভোররাত তিনটার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী ঘিলাতিল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে খোলায় স্তুপ করা ধান পাহারা দিচ্ছিলেন স্বামী-স্ত্রী। শনিবার ভোররাতে তারা ঘুমিয়ে পড়েন। এসময় একদল বন্যহাতি ধান খেতে আসলে ঘুম ভাঙ্গে স্ত্রী খত বানুর। বন্যহাতির আক্রমন থেকে তিনি দৌড়ে পালালেও আক্রমনের শিকার হয় গভীর ঘুমে আচ্ছন্ন স্বামী নুরুল ইসলাম। হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান তিনি।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাতির আক্রমনে মারা যাওয়া নুরুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Bootstrap Image Preview