Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ কোরিয়ায় ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালিত

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৮:১৭ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৮:১৭ PM

bdmorning Image Preview


দক্ষিণ কোরিয়া সিউলস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালিত হয়েছে।

আজ ১৪ ডিসেম্বর-২০১৮ সিউলে বাংলাদেশ দূতাবাস দিবসটি পালন করেন।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা  হয়। সেইসাথে  তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং দেশের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, ১৪ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের অন্যতম বেদনাবিধুর দিন। ১৯৭১ সালের এইদিনে বাঙালিকে মেধাশূন্য করতেই প্রথিতযশা শিক্ষক, চিকিৎসক, লেখক ও সাংবাদিকদেরপরিকল্পনা করে নির্মমভাবে হত্যা করা হয়।

সমাপনী বক্তব্যের শুরুতে রাষ্ট্রদূত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।  

তিনি উল্লেখ করেন যে, শহীদ বুদ্ধিজীবীদের মহান আদর্শ ও ত্যাগ বাঙালি জাতির জন্য চিরদিন এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, সেদিন যদি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা না হতো, তাহলে হয়ত তারা যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে সক্রিয়ভাবে অংশ নিতে পারতেন এবং দেশের অগ্রগতিতে অবদান রাখতে পারতেন। বাংলাদেশ হয়ত অনেক আগেই আর্থ-সামাজিক উন্নয়নে আরো এগিয়ে যেতে পারত। একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কাজ তখন থেকেই শুরু করা যেত।

পরিশেষে তিনি একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

Bootstrap Image Preview