Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তেবাড়িয়ায় রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ 

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৫ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৫ PM

bdmorning Image Preview


রাণীনগরের তেবাড়িয়া গ্রামে এল.জি.এস.পি-৩ রাস্তার ইট সোলিংকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, নয় ছয় করে এই রাস্তার কাজে বরাদ্দ অর্থ বাচিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে স্থানীয় মেম্বার মো: মহফিল আজম মুকুল।

জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ এর আওতায় রাণীনগর উপজেলায় এল.জি.এস.পি- ৩ রাস্তার ইট সোলিংকরণ এর কাজ করা হয়েছে। এর মধ্যে পারইল ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে সালামের বাড়ি হইতে ছামছুরের বাড়ি পর্যন্ত রাস্তার ইট সোলিংকরণ কাজ করা হয়। ২০১৮-১৯ইং অর্থ বছরের এই কাজ। এই কাজের ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ। কাজটির বাস্তবায়ন করে ৪নং পারইল ইউনিয়ন পরিষদ। আর এই ইট সোলিংকরণ রাস্তার কাজটি করেন, পারইল ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের মেম্বার মো: মহফিল আজম মুকুল। 

স্থানীয়দের অভিযোগ, মহফিল আজম মুকুল মেম্বার তেবাড়িয়া গ্রামের ইট সোলিংকরণ রাস্তার কাজ নিম্নমানের ইট, বালু ও রাস্তার এজিং এর ধার কিছু জায়গায় মাটি না কেটে রাস্তাটির কাজ করে। এখন ধানের সময় রাস্তার ধার দিয়ে মাটি না থাকায় ভ্যানসহ আরো ভারি যানবাহন চলাচলের কারণে কিছুদিনের মধ্যে রাস্তা ভেঙ্গে যাওয়ার আশংকা রয়েছে। এই রাস্তার কাজে ব্যাপক অনিয়ম করে বরাদ্দের টাকা বাচিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে মুকুল মেম্বার ।

পারইল ইউনিয়নের ০১ নাম্বার ওয়ার্ডের মেম্বার মো: মহফিল আজম মুকুল এর কাছে রাস্তার কাজে অনিয়মের ব্যাপারে জানতে চাইলে মুঠোফোনে তিনি বলেন, রাস্তার কাজে কোন অনিয়ম হয়নি।

এ ব্যাপারে পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মজিবর রহমান এর কাছে মুঠোফোনে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, পরে জানাবো।

রাণীনগর উপজেলা প্রকোশলী মো: সাইদুর রহমান মিঞা বলেন, এই কাজটির বাস্তবায়ন করে ইউনিয়ন পরিষদ। চেয়ারম্যানের সাথে কথা বলে রাস্তাটি দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ নিয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন এর মন্তব্য জানার জন্য তার মুঠোফোনে বারবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় তার সাথে যোগাযোগ করা সম্বব হয়নি।

 


 

Bootstrap Image Preview