Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হে বুদ্ধিজীবী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০২:৪১ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০২:৪১ PM

bdmorning Image Preview


হে বুদ্ধিজীবী

শামীমা আফরোজ বন্যা

শ্রদ্ধাভরে আজ মোরা স্মরণ করি-
পুষ্পমালা অর্পণ করি
তোমাদেরই পদতলে।

ওপার থেকেই দেখো নারে চেয়ে,
মেধাশূন্য করতে পারেনি তো, বাংলাকে।

ঐ হিংসুকের দলে।

তোমাদেরই স্মরণ করি
বঙ্গমাতা আজ জন্ম দিয়েছে
হাজারো বুদ্ধিজীবী।

৭১এর সেই ১৪ই ডিসেম্বর,
যেইদিন তোমরা পড়েছিলে
হিংস্র-জানোয়ারের থাবার মুখে।

অকালে কেড়ে নিয়েছিল,
তোমাদেরই প্রাণ।

সেই জানোয়ারের দল।

সেই দিনটাকে,
আজও বাঙালি স্মরণ করে,
শোকাহত চিত্ত নিয়ে।

তেজদীপ্ত চিত্তে,
বাঙালি আজ গর্ব করে বলে,
মেধাশূন্য করতে পারেনি তো বাংলাকে
ঐ হিংসুকের দলে।

হে বুদ্ধিজীবী,
ওপারে থেকেই আশীর্বাদ করিও
শত প্রতিকূলতা ভেঙ্গে
বঙ্গমাতা যেন জন্ম দেয়
তোমাদেরই মতো, হাজারো বুদ্ধিজীবী।

হে বুদ্ধিজীবী,
আজ তোমাদেরই নমস্কার করি,
তোমাদের প্রাণের বিনিময়েই যে,
পেয়েছি মোরা এই বাংলার মাটিকে।

এই মাটির বুকেই যে,
আছো তোমরা ঘুমিয়ে
তাইতো, বাঙালি আজও
শ্রদ্ধা ভরে তোমাদেরকেই স্মরণ করে।

আর কোনো ১৪ই ডিসেম্বর
হয়না যেন বাংলার বুকে
৭১ এর সেই মর্মান্তিক, ১৪ই ডিসেম্বরের মতো।

বঙ্গমাতা যেন আর না হারায়
তোমাদেরই মতো, বুদ্ধিজীবী সোনার ছেলেগুলোকে।

আর কোনো রক্তের স্রোতে যেন
কোনো মায়ের অশ্রু হয়ে না ঝরে।

জাগো রে বাঙালি জাগো,
রক্ষা করো সর্বদা বাংলার মাটি
আর মা মাটির সকল সন্তানকে।

হে বুদ্ধিজীবী,
শ্রদ্ধাভরে আজও মোরা
তোমাদেরই স্মরণ করি।

হে বুদ্ধিজীবী,
তোমাদেরকে যে কভু
নাহি ভুলিবে বাঙালি।
 

Bootstrap Image Preview