Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবার ক্ষমতায় এলে ফরিদপুর বিভাগ হবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০১:৪৮ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০১:৪৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে ফরিদপুরকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার কমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউট মাঠে পথসভায় এ কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা। কিন্তু বিএনপি ক্ষমতায় এলে এগুলো আবার ফিরে আসবে। তাই উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে ও জঙ্গিবাদকে নির্মূল করতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

এর আগে সকাল ৯টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে গাড়িবহর নিয়ে ঢাকার পথে রওনা হন প্রধানমন্ত্রী। ঢাকায় ফেরার পথে তিনি বিভিন্ন জেলায় নির্বাচনী পথসভায় অংশ নিচ্ছেন। বেলা ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় জনসভায় যোগ দিয়ে জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চান তিনি।

এদিকে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে জনসভাস্থলে এসেছেন হাজার হাজার মানুষ।

উল্লেখ্য, গোপালগঞ্জ থেকে ফেরার পথে বিভিন্ন স্থানে পথসভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো হলো: ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ড।

Bootstrap Image Preview