Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ্রুত সেনা মোতায়েন চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৮:০৬ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০৮:০৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


প্রধানমন্ত্রী এবং তাঁর মন্ত্রীরা রাষ্ট্রীয় প্রটৌকল নিয়ে নৌকা মার্কার পক্ষে প্রচারণা চালাচ্ছে বিপরীতে সরকারী দল ও আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে ধানের শীষের প্রার্থী ও কর্মী-সমর্থকদের ওপর বেপরোয়া হামলা চালাচ্ছে অভিযোগ করে দ্রুত সেনা মোতায়েন চেয়েছে বায়লাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বুধবার(১২ ডিসেম্বর) নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কাযালয়ে আয়োজিত এক জরুরী সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ এ দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ঘর থেকে বের হলেই হামলা চলছে, ঘরের ভিতর থাকলেও গ্রেফতার করা হচ্ছে, পার্টি অফিস থেকে গ্রেফতার করছে অপর পক্ষে পুলিশ প্রটোকলে প্রচারণা চালাচ্ছে আওয়ামী প্রার্থীরা। এহেন সহিংসতার মাত্রা বিস্তারে সেনাবাহিনী দ্রুত মোতায়েন ছাড়া কোন বিকল্প নেই।

নির্বাচনী মাঠ ফাঁকা করার জন্যই সেনাবাহিনী মোতায়েনে বিলম্ব করছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, আমরা জানতে পেরেছি-১৫ ডিসেম্বর তারিখ পরিবর্তন করে সেনা মোতায়েন আগামী ২৩ ডিসেম্বর তারিখ নাকি ধার্য্য হয়েছে। আমরা শুনতে পেয়েছি এই তারিখটিও আরও পেছানোর ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, সরকারের মদদে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা যৌথভাবে ধানের শীষের প্রার্থী ও সমর্থকদের ওপর নগ্ন হামলা চলাকালে সেনাবাহিনী মোতায়েনের তারিখ পেছানো ষড়যন্ত্রমূলক। আমি  চলমান নির্বাচনী সহিংসতা ও সন্ত্রাস দমনে আজ থেকেই সারাদেশে সেনা মোতায়েনের জোর দাবি জানাচ্ছি।

Bootstrap Image Preview