Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নওগাঁ-২: জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৭:০৯ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০৭:০৯ PM

bdmorning Image Preview


সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের শুরুতেই সরগরম হয়ে উঠেছে নওগাঁ-২ আসন। মাঠে নেমেই ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন প্রার্থীরা। মূল সড়ক থেকে পাড়া-মহল্লা সর্বত্রই এখন নির্বাচনী উৎসব চলছে। চারিদিকে কেবলই নির্বাচনী আবহ। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কনকনে শীত উপেক্ষা করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।

নওগাঁ-২ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার আবারও এই আসনটিতে নৌকার মাঝি। পাড়া-মহল্লায় দিনভর গণসংযোগ করছেন তিনি। এ সময় নৌকার স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

হুইপ শহীদুজ্জামান সরকার বলেন, এলাকায় উন্নয়নের জন্য নৌকার বিকল্প নেই। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন তিনি।

এ দিকে বুধবার (১২ ডিসেম্বর ২০১৮) বিকেলে পতœীতলা উপজেলা আ’লীগের আয়োজনে বিশাল র‌্যালি বের করে নৌকার পক্ষে ভোট চেয়ে স্লোগানে মুখরিত করে তুলেন নজিপুর গোল চত্বর।র‌্যলিতে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় উন্নয়নের জন্য নৌকায় ভোট চেয়ে তারা বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি ও উন্নয়নের প্রতীক নৌকা আবারও বিজয়ী হবে।

Bootstrap Image Preview