Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোল কাস্টমসের কর্মকর্তাদের কর্মবিরতিতে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৩ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৩ PM

bdmorning Image Preview


সরকারি দুটি প্রতিষ্ঠানের বিবাদের জের ধরে সারা দেশের ন্যায় বেনাপোল কাস্টমসের কর্মবিরতির কারণে বেনাপোল স্থলবন্দরের ব্যবসায়িরা ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। 

আজ বুধবার সকাল থেকে গত ৬ ডিসেম্বর সিলেটের তামাবিল সীমান্তে বিজিবির সাথে কাস্টমসের পাসপোর্টযাত্রী তল্লাশি নিয়ে বিরোধের জের ধরে বেনাপোল কাস্টমস কর্মবিরতি করে। এর কারণে বেনাপোল বন্দরে সকাল থেকে বেলা ১ টা পর্যন্ত ভারত থেকে কোন আমদানি পণ্য প্রবেশ করেনি।

বেনাপোল কার্গো শাখার সুপার জামাল মোল্যা জানান, কাস্টমসের উপরের কর্মকর্তাদের নির্দেশে আমরা কর্মবিরতি রেখেছি। আমাদের দেওয়া শর্ত মেনে না নিলে এ কর্মবিরতিসহ বড় ধরনের কর্মসূচি দেওয়া হতে পারে। আবার আমাদের উর্দ্ধতন কর্মকর্তারা কর্মসূচি তুলে নিলে আমরা ও আগের মত কাজ করব।     

বেনাপোল খলিলুর রহমান এন্ড সন্স নামে একটি সিএন্ডএফ অফিসের বর্ডারম্যান আক্তারুজ্জামান বলেন, কাস্টমস কর্মবিরতির কারণে ভারতের ওপারে হাজার হাজার পণ্যবাহী আমদানি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। আবার আমদানিকৃত পণ্য কাস্টমসের কর্মবিরতির জন্য বেনাপোল বন্দর থেকে সময় মত খালাস করতে না পারায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।    

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, এভাবে সরকারি প্রতিষ্ঠানের বিরোধের জের ধরে যদি তার প্রভাব ব্যবসায়ীদের উপর পড়ে তা হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবে।   

Bootstrap Image Preview