Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে জাটকা ইলিশসহ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

পটুয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৪:২৪ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০৪:২৪ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে ১১৫ কেজি জাটকা ইলিশসহ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দিনভর মৎস্যবন্দর মহিপুর, শিববাড়িয়া নদী, আন্ধারমানিক নদী ও সাগর মোহনায় অভিযান চালিয়ে আনুমানিক ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়াও জেলেদের জাল থেকে ১১৫ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

এ বিষয়ে নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সাখাওয়াত হোসেন জানান, জব্দকৃত জাল ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা অনুপ রায়’র উপস্থিতিতে পুড়ে ফেলা হয় এবং আটককৃত জাটকা ইলিশ এতিম খানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। 

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার, নৌ পুলিশ ফাঁড়ির এএসআই কামরুজ্জামান প্রমুখ।

Bootstrap Image Preview