Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পোস্টারে ছেয়ে গেছে নওগাঁ-২ আসন

সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৯ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৯ PM

bdmorning Image Preview


নির্বাচনী প্রতীক বরাদ্দের পর পরই নওগাঁ-২ আসন (ধামইরহাট-পত্নীতলা) উপজেলা পোস্টারে ছেয়ে গেছে। ভোটের সময় আসলেই ভোটারদের মধ্যে যেন বাড়তি উৎসাহ, উদ্দীপনা ও আন্দন বিরাজ করতে থাকে। ঠিক তেমনটির ব্যতিক্রম ঘটেনি এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে।

গতকাল সোমবার ছিলো নির্বাচন কমিশনের নিবন্ধনকৃত দলগুলোর মাঝে প্রতীক বরাদ্দ। এরপর পরই পত্নীতলা উপজেলায় পছন্দের প্রার্থীদের প্রতীক সম্বলিত পোস্টার টাঙ্গাতে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সর্মথকরা। সেই সাথে চলছে মিছিল-মিটিং। 

সোমবার সন্ধ্যা ও মঙ্গলবার দুপুরে দেখা যায়, নজিপুর সদর গোলচত্ত্বর, নতুনহাট মোড়,ঠুকনিপাড়া মোড়সহ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীদের পোস্টার দিয়ে পুরো উপজেলা সৌন্দর্য ছোয়া দিয়ে দৃষ্টি নন্দিত করে তোলা হয়েছে। নজিপুর সদর গোলচত্ত্বর প্রবেশ করতেই নজর কারবে পোস্টার সাটানোর দৃশ্যগুলি।

ভোট প্রচারণার প্রথম দিনেই যেন ভোট উৎসব আমেজ বিরাজ করছে পুরো নির্বাচন এলাকায়। 

Bootstrap Image Preview