Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরা-৩ আসনে লড়বেন দুই চিকিৎসক

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধি 
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৩:১৩ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৩:১৩ PM

bdmorning Image Preview


একজন অর্থপেডিক্স (শৈল চিকিৎসক) ডা. আফম রুহুল হক অন্যজন ডা. মো. শহিদুল আলম কার্ডিওলজিস্ট (হৃদরোগ বিশেষজ্ঞ)। চিকিৎসা পেশার বাইরে এবারই প্রথম রাজনৈতিক দলের হয়ে ভোট যুদ্ধে মুখোমুখি এই দুই চিকিৎসক। সাতক্ষীরা-৩ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় দুই দল থেকে প্রার্থীতা পেয়েছেন তারা।

মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক। একই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপি নেতা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন ডা. মো. শহিদুল আলম।

ডা. আফম রুহুল হক চিকিৎসা পেশার সর্বোচ্চ ডিগ্রি এফআরসিএস অর্জন করেছেন। জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার সদস্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থপেডিক্স বিভাগের চিকিৎসক ছিলেন তিনি।

বর্তমানে রাজধানীর ট্রমা সেন্টার এবং বিদেশে গিয়েও চিকিৎসা সেবা প্রদান করেন। আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তিনি। ২০০৮ সালে মহাজোটের পক্ষ থেকে সাতক্ষীরা-৩ আসন থেকে এমপি নির্বাচিত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে মহাজোটের হয়ে দ্বিতীয় মেয়াদে তিনি এমপি নির্বাচিত হন।

অন্যদিকে ডা. মো. শহিদুল আলম বর্তমানে রাজধানীর সাভারের এনাম মেডিকেলের কার্ডিওলজিস্ট (হৃদরোগ বিশেষজ্ঞ) হিসেবে দায়িত্ব পালন করছেন। সাতক্ষীরা জেলা বিএনপির কার্যকরী পরিষদের সদস্য তিনি। এবারই প্রথম বিএনপির হয়ে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া, এই আসন থেকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. ইসহাক আলী হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল কবির জানান, এই আসন থেকে নৌকা, ধানের শীষ ও হাতপাখা নিয়ে তিন প্রার্থী লড়ছেন।

Bootstrap Image Preview