Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০১:২৯ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০১:৩১ PM

bdmorning Image Preview


ফরিদপুরে ফিরোজ সরদার (২৫) নামে এক ছাত্রদল নেতাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যেয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) রাতে শহরের গুরুত্বপূর্ণ রাজবাড়ি রাস্তার মোড়ে অবস্থিত মুখ ও বধির স্কুল ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এনিয়ে মাত্র তিনদিনের ব্যবধানে বিএনপি ও ছাত্রদলের তিনজন নেতাকর্মীকে একইভাবে কুপিয়ে আহত করা হলো।

আহত ফিরোজ কোতয়ালী থানা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক। কৈজুরী ইউনিয়নের তুলাগ্রামের জনৈক সেলিম সরদারের ছেলে। সে ফরিদপুরের টাইমস ইউনিভার্সিটিতে এলএলবিতে অধ্যয়নরত। তাকে গুরুতর আহতাবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে রাতেই নিরাপত্তার স্বার্থে তাকে একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাজু ও কামাল সাংবাদিকদের জানান, সন্ধা ৭টার পর তারা একসাথে বিএনপি প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফের বাড়ি থেকে বের হয়ে তুলাগ্রাম বাজারে পৌছান। এসময় রাজু (২৫) নামে এক যুবক ফিরোজকে কথা আছে বলে কিছুদুরে ডেকে নিয়ে মোটর সাইকেলে তুলে নিয়ে রওনা হয়। ফিরোজকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা দেখতে তারাও রাজুর পিছু নেয়।

তারা জানান, এরপর ফিরোজকে মুক ও বধির স্কুলের ভেতর নিয়ে মেইন গেট বন্ধ করে দেয়। তখন সেখানে ২৫ থেকে ৩০ জন যুবককে সশস্ত্র অবস্থায় দেখতে পান। এরপর ফিরোজকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে অটোরিক্সাযোগে হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। খবর পেয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌছে দেখা যায়, ফিরোজের সারা শরীরেই আঘাতের চিহ্ন। ডান পায়ে ও হাতে রক্তাক্ত জখম হয়েছে। এক্সরে রিপোর্টে দেখা যায়, তার দুই পা ও ডান হাত ভেঙে গেছে।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ এ ঘটনার তিব্র নিন্দা জানিয়ে বলেন, মাত্র দু’দিনের ব্যবধানে তিনজনের উপর একইভাবে হামলা করা হলো। প্রশাসন যদি সন্ত্রাসীদের প্রতিহত করতে না পারে তবে আমাদের নেতাকর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না? আমরা মাঠে নামলে ফরিদপুর কুরুক্ষেত্রে পরিণত হবে। তিনি এব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুরের জেলা উম্মে সালমা তানজিয়া এবং পুলিশ সুপার জাকির হোসেন খানের নিকট মোবাইলে এসব হামলার অভিযোগ জানান।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত ওসি এস.এম.নাসিম জানান, এ বিষয়ে আমরা এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।  

Bootstrap Image Preview