Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধানের শীষে রনি, প্রতিপক্ষ নৌকার শাহজাদা সাজু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ০২:০৪ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ০২:০৪ PM

bdmorning Image Preview


পটুয়াখালীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ৪টি আসনের ২০ প্রার্থীর প্রতীক ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। এদিকে ২৩ জনের মনোনয়ন বৈধ করা হলেও প্রতীক ঘোষণায় বাদ পরলেন ৩ প্রার্থী। দলীয় চূড়ান্ত মনোনয়ন না পাওয়ায় তাদেরকে প্রতীক দেয়া হয়নি।

পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগের শাহজাহান মিয়া নৌকা, বিএনপির আলতাফ হোসেন চৌধুরী ধানের শীষ, কমিউনিস্ট পার্টির মোতালেব মোল্লা কাস্তে, ইসলামি আন্দোলনের আলতাফুর রহমানের হাতপাখা, জাকের পার্টির আবদুর রশিদের গোলাপ ফুল ও এনপিপির সুমন সন্যামতকে আম প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

পটুয়াখালী-২ আসনে আওয়ামী লীগের আ স ম ফিরোজ নেীকা, বিএনপির সালমা আলমের ধানের শীষ, ইসলামি আন্দোলনের নজরুল ইসলামের হাতপাখা, কমিউনিস্ট পার্টির সাহাবুদ্দিন আহমেদকে কাস্তে প্রতীক দেয়া হয়েছে।

পটুয়াখালী-৩ আসনে বিএনপির গোলাম মাওলানা রনিকে ধানের শীষ, আওয়ামী লীগের এস এম শাহজাদা সাজুকে নৌকা, জাতীয় পার্টির সাইফুল ইসলাম লাঙ্গল, ইসলামি আন্দোলনের কামাল খানকে হাতপাখা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। 

পটুয়াখালী-৪ আসেন আওয়ামী লীগের মুহিবুর রহমান মুহিবকে নৌকা, বিএনপির এবিএম মোশাররফ হোসেনকে ধানের শীষ, ইসলামি আন্দোলনের হাবিবুর রহমান হাওলাদারের হাতপাখা, জাতীয় পার্টির আনোয়ার হোসেন হাওলাদার লাঙ্গল, বাসদের জহিরুল আলম মই ও  ইসলামি ঐক্যজোটের আব্দুর রহমানকে (শাহআলম) মিনার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

Bootstrap Image Preview