Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘গাড়ি’ প্রতীকে লড়বেন সালমা ইসলাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ০১:০৬ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ০১:০৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ঢাকা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট সালমা ইসলাম ‘গাড়ি’ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ সোমবার নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ ঢাকা-৪ আসন থেকে ঢাকা-১৮ আসন পর্যন্ত প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর ফলে আজ থেকেই প্রতীক নিয়ে প্রচারে নামতে পারবেন প্রার্থীরা। গতকাল রবিবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

এদিকে প্রচারের সময় যাতে আচরণ বিধিমালা লঙ্ঘন না হয়, সে জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে ইসি। পাশাপাশি রয়েছে ১২২টি নির্বাচনী তদন্ত কমিটি। এসব কমিটির কাছে নির্বাচনী অপরাধ ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে পারবেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

প্রসঙ্গত, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের বর্তমান এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম যমুনা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও যুগান্তরের প্রকাশক। এবার এই আসনে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। তাই মহাজোট থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালমা ইসলাম।

Bootstrap Image Preview