Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অস্ট্রেলিয়া থেকে দেশে আসছেন আ.লীগের ৪০ নেতাকর্মী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৯:২১ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৯:২১ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেশে আসছেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীরা। ইতোমধ্যে ৪০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিডনির ল্যাকেম্বায় একটি হোটেলে আয়োজিত `নির্বাচনী শীর্ষক’ আলোচনা সভার একথা জানান আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী শিকদার।

আলী শিকদার বলেন, `চলমান উন্নয়ন কাজ সমাপ্ত করার জন্য বর্তমান সরকারকে পুনরায় নির্বাচিত করা দরকার। আর এ জন্য শুধু দেশের নেতাকর্মীরা নন, দেশের বাইরে প্রবাসেও যারা আছেন তারাও সহযোগিতা করতে পারি। নির্বাচনে সহযোগিতার জন্য অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ৪০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন শিগগিরই।’

আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি মো. সিরাজুল হকের সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লার সঞ্চালনায় বক্তরা বলেন, `আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলকে আরও ভালোভাবে কাজ করতে হবে। নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা করা যেতে পারে। সেখানে আওয়ামী লীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

আলোচনা সভায় আওয়ামী লীগ সিডনি শাখার সভাপতি গাউসুল আলম শাহজাদা বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত।’

অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগ সিডনি শাখার সভাপতি গাউসুল আলম শাহজাদা, সাংগঠনিক সম্পাদক মোসলেহুর রহমান খুশব, এস এম দিদার হোসেন, কোষাধ্যক্ষ আসরাফুল আলম লাবু, ইঞ্জিনিয়ার হুমায়ন কবির, স্বেচ্ছাসেবক লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি জাকারিয়া আল মামুন স্বপন, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রুবেল, আওয়ামী লীগ সিডনি শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আজাদসহ অনেকে।

Bootstrap Image Preview