Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে ইমরান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৫:০৭ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৫:০৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার তার প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করেছেন।

রবিবার(৯ ডিসেম্বর) তিনি এ আপিল আবেদন করেন।

কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ইমরান এইচ সরকার। কিন্তু তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

জেলা নির্বাচন কর্মকর্তার অফিসসূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হলে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের ন্যূনতম ১ শতাংশ ভোটারের সমর্থন থাকতে হয়। ইমরান এইচ সরকারের এ সম্পর্কিত তথ্যে ঘাটতি রয়েছে। তাই জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।

প্রার্থিতা বাতিলের বিষয়ে ইমরান এইচ সরকার বলেন, খোঁড়া অজুহাতে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তালিকায় দেয়া আমাদের সমর্থক ভোটারদের সংখ্যায় কোনো ঘাটতি নেই। হয়তো ক্রমিক সংখ্যায় ভুল থাকতে পারে, যা সংশোধনযোগ্য।

পরবর্তী সময় ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন ইমারন এইচ সরকার। গেল শুক্রবার আপিল শুনানি শেষে আগের সিদ্ধান্তেই বহাল রাখে ইসি। এ সিদ্ধান্তের বিরুদ্ধেই আপিল করেছেন তিনি।

Bootstrap Image Preview