Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে সেরা পাঁচ জয়িতাদের সংবর্ধনা 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৩:২৫ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৩:২৫ PM

bdmorning Image Preview


আজ ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস। বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৮তম জন্ম এবং ৮৬তম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে ঢাকা ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এদিকে দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে উপজেলার পাঁচ সেরা জয়ীতাকে জয়িতা অন্বেষণ বাংলাদেশ-২০১৮ সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

জয়িতারা হলেন সফল জননী ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে ভৈরব পৌর শহরের উত্তরপাড়ার সেলিনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছে যে নারী সেই ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে সেরা হয়েছেন ভৈরব পৌর শহরের উত্তরপাড়া এলাকার চায়না বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে সেরা হয়েছেন ভৈরব পৌর শহরের উত্তরপাড়া এলাকার দীপা রানী সাহা, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছেন ভৈরব পৌর শহরের কমলপুর এলাকার রীমা বেগম, সমাজ উন্নয়নের অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন ভৈরব বাজার কাঠপট্টি এলাকার জয় রানী বালা।

আজ রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আনিসুজ্জামান।  এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন,  বাংলাদেশে নারীরা এগিয়ে যাচ্ছে বলে দেশ এগিয়ে যাচ্ছে। নারীদের আইকন বেগম রোকেয়া। নারীদের স্ব-ইচ্ছা থাকলেই নারীরা এগিয়ে যেতে পারে সেই প্রতিভা, ইচ্ছাশক্তি এবং অন্ধকার জগৎ থেকে নারীরা কিভাবে আলোর পথে আসবে তার পথ দেখিয়েছেন বেগম রোকেয়া। তার দেখানো পথেই নারীরা এগিয়ে যাচ্ছে। জীবনের সাথে কিভাবে যুদ্ধ করে সামনের দিকে এগিয়ে যেতে হয় সেই মহিয়সী নারী বেগম রোকেয়া আমাদের রাস্তা দেখিয়ে গেছেন। আমরা নারীরা কখনো হারাবো না। বর্তমান নারীরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই এবং আমরা পিছিয়ে থাকবো না। 

অনুষ্ঠানে অতিথি ছাড়াও সুশীল সমাজের নেত্রীবৃন্দসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 

Bootstrap Image Preview