Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ড. কামালের ব্যাংক হিসাব খতিয়ে দেখছে এনবিআর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০২:৩২ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০২:৩৩ PM

bdmorning Image Preview


জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ব্যাংক হিসাব খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রবিবার এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এক প্রশ্নের জবাবে এ কথা জানান ।

তিনি বলেন, ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কি না তা খতিয়ে দেখছি। আমরা কাজ করছি। এটা সময়সাপেক্ষ বিষয়। ব্যাংক সার্চ দিতে হবে।

তিনি বলেন, আপনারা জানেন এই মুহূর্তে যদি খড়্গহস্ত হয়ে যাই তাহলে অনেকে ভাববে যে উনি বিরোধীদলের পক্ষ হয়ে নির্বাচন করছেন এ জন্য ধরছি। যাই হোক এ প্রক্রিয়া চালু আছে।

নির্বাচনে আছে বলেই ছাড় দেয়া হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না পরিস্থিতি যাতে ওই লাইনে না যায়.. তবে তাকে ছাড় দিচ্ছি না।

এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরকে দেয়া এক চিঠিতে ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কি না তা জানতে চায়।

Bootstrap Image Preview