Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টসে জিতলে ব্যাটিং,টাইগার দলে খেলবে তিন পেসার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৫১ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৩ PM

bdmorning Image Preview


সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজ হারানোর পর এবার টাইগারদের মিশন ওয়ানডে সিরিজ।তিন ম্যাচের এই সিরিজ শুরু হচ্ছে আগামীকাল থেকে। ক্যারিবিয়ানদের বিপক্ষে এই লড়াইয়ে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে টাইগাররা। তবে টেস্ট সিরিজের মত এই সিরিজে মাশরাফি একাদশে বোলিং লাইনে একটু পরিবর্তন আসবে। সেটি হলো তিন পেসার নিয়ে মাঠে নামবে টাইগাররা। এছাড়াও টসে জিতলে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন টাইগার দলের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা।তবে কোন তিন পেসার খেলবেন সেটা তিনি নিশ্চিত করে বলেননি।

আজ মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের আগে সাংবাদিকদের মুখোমুখি হন ক্যাপ্টেন মাশরাফি। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয় একাদশে বোলিংয়ে কেমন পরিবর্তন হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন ডিউ থাকবে। ডিউ কতটা প্রভাব ফেলবে সেটা কিন্তু অনেক কিছু ম্যাটার আসলে দিন রাতের খেলায় এই টাইমটায় আপনার ডিউ এফেক্টটা খুব গুরুত্বপূর্ণ। স্পিনাররা কতটুকু সাহায্য পাবে। তবে আমাদের পেস বোলাররাও ভাল ব্যাকআপ করছে। আপনি যদি ২০১৫ থেকে দেখেন। আমরা একটা রিদমে খেলছি। তিনজন পেস বোলার সব সময় খেলছি। এমনকি কখনো চারজন খেলানো হচ্ছে। সো টেস্ট ম্যাচের উপর বেস আপনি ডিসাইড করতে পারবেন না। আপনাকে ঐভাবে খেলতে হবে। আপনি আমি স্টিল তিনজন পেস বোলার খেলাব। এবং খেলাতে চাই এটা নিশ্চিত।

এখন বাংলাদেশে শীতের ঋতু। তাই রাতের বেলায় বোলিং করা বোলিংদের জন্য খুবই কষ্ঠ কর তাই টসে জিতে প্রথমে ব্যাটিং না ফিল্ডিং নিবেন সেই প্রসঙ্গে ম্যাশ আরো বলেন,ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে আসলে কত রান আমরা করতে পারবো এটা নির্ভর করছে আমরা কেমন ব্যাটিং করি। তবে স্পষ্টতই এই উইকেটে যেটা হয় ২৬০ সাধারণত অনেক সময় নিরাপদ ধরা হয়। ডিউ পড়লে হয়তো সেটা আরও ২০-২৫ রান দরকার হয়। আর যদি শুরুতে ডিউ না থাকে ২৫০-৪০ তেও আপনারা দেখেছেন আমরা ম্যাচ জিতেছি। আর টসের কথা যেটা বললাম, অনেক কিছুর উপর নির্ভর করছে। সিদ্ধান্ত তো একটা নিতেই হবে। কিন্তু ইতিবাচক সিদ্ধান্ত হলে অবশ্যই ডিউটা কতটুকু কি পড়ছে, তার উপরই নিতে হবে। দিবারাত্রির ম্যাচে সবসময় এই ঝুঁকির অংশটা থাকেই। বিশেষ করে এই সময়টাতে, বাংলাদেশে এই সময়ে ঝুঁকিটা থাকেই যে, হয়তোবা আপনাকে আন্দাজের উপরই নিতে হবে, ডিউ কতটুকু। যদি ব্যাটিং করেন আপনাকে কামনা করতে হবে আজকে যেন কম ডিউ পড়ে। আর টসে হেরে গিয়ে যদি বোলিং করেন সেক্ষেত্রে আপনাকে কামনা করতে হবে পরে যেন একটু ডিউ পড়ে। আসলে এটা বেশ কঠিন। কিন্তু আপনাকে একটা সিদ্ধান্ত তো নিতেই হবে, ইতিবাচকভাবে।

উল্লেখ্য, সর্ব শেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি বছরে ওয়ানডে সিরিজ জয় করেছে টাইগাররা। সেই জয়ের ধারাবাহিকতায় আগামীকালও মাঠে নামবে টাইগাররা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।

Bootstrap Image Preview