Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনকে সামনে রেখে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৫ এমপির স্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৪ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৪ PM

bdmorning Image Preview


নির্বাচনকে সামনে রেখে স্বামীর পক্ষে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন নারায়ণগঞ্জের ৫ এমপির স্ত্রী।কখনও উঠান বৈঠক, কখনও কোনো সংগঠনের ব্যানারে অনুষ্ঠান করে স্বামীদের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা।

যদিও অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশনের নীতিমালাকে অগ্রাহ্য করেই জেলাজুড়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন নারায়ণগঞ্জের ৫টি আসনের বর্তমান সংসদ সদস্যরা।

ইতিমধ্যেই জেলাজুড়ে নির্বাচনী মাঠ চাঙ্গা করে তুলছেন তারা, আর এ চাঙ্গাভাবকে আরও বেশি বেগবান করেছে নির্বাচনী প্রচারণায় তাদের স্ত্রীদের অংশগ্রহণ।

১ মাস ধরেই নির্বাচনী মাঠে সরব দেখা গেছে, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর স্ত্রী ও পৌর মেয়র হাসিনা গাজী, সেলিম ওসমান এমপির স্ত্রী নাসরীন ওসমান, এমপি শামীম ওসমানের  স্ত্রী ও জেলা মহিলা সংস্থার সভানেত্রী সালমা ওসমান লিপি, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর স্ত্রী ডাক্তার সায়মা আফরোজ ইভা এবং এমপি লিয়াকত হোসেন খোকার সহ-ধর্মিণী ডালিয়া লিয়াকতকে।

তবে বর্তমান সময়ে নির্বাচনের মাঠে সবচেয়ে বেশি সরব দেখা যাচ্ছে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি।

সামাজিক যোগযোগ মাধ্যমে সালামা ওসমান লিপির বিভিন্ন অনুষ্ঠানের বক্তব্য স্বামী শামীম ওসমানের চেয়েও ভাইরাল হতে দেখা যাচ্ছে। রূপগঞ্জ আসনের এমপি গাজী গোলাম দস্তগীরের স্ত্রী পৌর মেয়র হাসিনা গাজী বিভিন্ন অনুষ্ঠানে নিজের ও স্বামীর উন্নয়নের কথা তুলে ধরছেন।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের এমপি সেলিম ওসমানের স্ত্রী নাসরিন ওসমান তার স্বামী সেলিম ওসমানের নিজস্ব তহবিল থেকে করা প্রায় ৯০ কোটি টাকার উন্নয়নের কথা তুলে ধরছেন।পাশাপাশি তিনি এলাকার উন্নয়নে স্বামীকে শেষদিন পর্যন্ত সপে দেয়ারও ওয়াদা করেছেন।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের এমপির স্ত্রী ডালিয়া লিয়াকত ছুটছেন ইউনিয়ন থেকে ইউনিয়নে আর মহিলা ভোটারদের মাঝে উন্নয়নের ব্যাখ্যা তুলে ধরছেন। একইভাবে স্বামীদের পক্ষে গণমত সৃষ্টি করছেন আড়াইহাজারের এমপি স্ত্রী।

এদিকে নির্বাচনী মাঠে এমপি স্ত্রীদের এভাবে দাপিয়ে বেড়ানোর বিষয়টি অনেকটা ইতিবাচক অর্থেই দেখছেন সাধারণ মানুষ। তারা বলছেন, জেলায় ধীরে ধীরে নারীরা রাজনীতি ও জনপ্রতিনিধিত্বে অগ্রণী ভূমিকায় চলে এসেছেন। এবার ৫টি আসনে প্রায় ১০ জন নারী দল থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

যদিও তারা কেউই তেমন মূল্যায়ন পাননি। তবে বর্তমান সংসদ সদস্যদের পক্ষে তাদের স্ত্রীরা যেভাবে প্রচারণায় অংশ নিচ্ছেন তা নারী নেতৃত্বের জন্য অনেকটাই আশার সঞ্চার করছে।

Bootstrap Image Preview