Bootstrap Image Preview
ঢাকা, ২১ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেটি ও হুয়াইও’র পণ্য নিষিদ্ধ করতে যাচ্ছে জাপান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০১:৫৪ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০১:৫৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চীনের বৃহৎ মোবাইল কোম্পানি হুয়াইও এবং জেটির তৈরি টেলিকম পণ্যের ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে জাপান সরকার। সাইবার সিকিউরিটি নিয়ে শঙ্কা থাকায় তারা এ পদক্ষেপ নিচ্ছে।

শুক্রবার বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে এ কথা জানানো হয়। 

বহুল প্রচারিত ইয়োমিউরি শিম্বুন জানায়, সরকার হুয়াইও ও জেটির পণ্য ব্যবহার করা থেকে বিরত রাখতে যত দ্রুত সম্ভব সোমবার আভ্যন্তরীণ আইন সংশোধন করতে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এমন এক সরকারি সূত্রের বরাত দিয়ে ইয়োমিউরি সংবাদপত্র জানায়, সাইবার হামলায় ব্যবহার করা হয় এমন ধরণের ভাইরাস থাকার শঙ্কায় এ দুই কোম্পানির তৈরি পণ্যের ব্যবহার এড়াতে যুক্তরাষ্ট্র অনুরোধ জানানোর পর জাপান এমন পদক্ষেপ নিতে যাচ্ছে।

এতে আরো বলা হয়, এই দুই কোম্পানির যন্ত্রাংশ দিয়ে তৈরি দেশীয় পণ্যও সরকারি কাজে ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়া হয়। ইয়োমিউরি আরো জানায়, সরকার সরাসরি এই দুই কোম্পানির পণ্যগুলোর নাম বলতে চাচ্ছে না। চীনকে ক্ষুব্ধ না করতেই জাপান সরকার এমন কৌশল নিয়েছে।

এ প্রতিবেদনের ব্যাপারে জানতে চাইলে সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিহিদ সুগা বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি আরো জানান, সাইবার সিকিউরিটি ইস্যুতে জাপান যুক্তরাষ্ট্রকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে। উল্লেখ্য, কানাডায় হুয়াইও’র শীর্ষ নির্বাহী কর্মকর্তা গ্রেফতারের পর এই প্রতিবেদন প্রকাশ পেলো।

Bootstrap Image Preview