Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রূপগঞ্জে অবৈধ ট্রাক্টরের চাকা কেটে দিল প্রশাসন

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ১১:৫৯ AM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ১২:০০ PM

bdmorning Image Preview


রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ও অবৈধ ৪০টি ট্রাক্টরের চাকা কেটে দিয়ে ইঞ্জিন বিকল করে দিয়েছে উপজেলা প্রশাসন।

গত কাল বুধবার দুপুরে বেলদি, দুয়ারা, দেবই, কাজিরবাগ, শিমুলিয়া, আগলা ও সোম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় চার জনকে আটকের পর ৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান। এসময় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক সাব্বিত আহাম্মেদসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।

ইউএনও আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, নিষিদ্ধ ও অবৈধ ট্রাক্টর নামের যান চলাচল সম্পূর্ণ বন্ধ করতে এ অভিযান চলবে।

Bootstrap Image Preview