Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার

বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ১১:৪৫ AM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ১১:৪৫ AM

bdmorning Image Preview


বেনাপোল চেকপোষ্ট সরকারি প্রাঃ বিদ্যালয়ের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় আঁধা কেজি হেরোইন উদ্ধার করেছে আইসিপি ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারিনি তারা।

বুধবার (০৫ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার সময় হেরোইনের চালানটি আটক করে বিজিবি সদস্যরা। 

বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার আমজাদ হোসেন জানান,আমাদের নিকট একটি গোপন সংবাদ আসে মাদক চোরাকারবারিা হেরোইনের একটি বড় চালান ভারত থেকে পাচার করে এনে বেনাপোল চেকপোষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে অবস্থান করছে।এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির হাবিলদার কেরামত আলী,ল্যান্স নায়েক আব্দুর রহমান,নজরুল ইসলাম ও সিদ্দিকুর রহমান সেখানে অভিযান চালালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পলিথিনে মোড়ানো একটি পোটলা ফেলে পালিয়ে যায়।ঘটনাস্থল থেকে পোটলাটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ৫০০ গ্রাম (আঁধা কেজি) হেরোইন পাওয়া যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক পরিত্যক্ত অবস্থায় আঁধা কেজি হেরোইন উদ্ধারের  বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview