Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন উপলক্ষ্যে শ্যামনগরে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৪ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৪ PM

bdmorning Image Preview


শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে আইনশৃঙ্খলা রক্ষা বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বুধবার (৫ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের আয়োজনে নিজস্ব কার্যালয়ে বিজিবি, র‌্যাব,পুলিশ, কোষ্টগার্ড, আনসার ভিডিপি সদস্য ও নেীপুলিশদের সাথে এ মতোমিনিময় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় অতিথির বক্তব্য রাখেন- নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোস্তফা আসাদ ইকবাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফারুক হোসাইন সাগর, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিচুর রহমান মোল্যা, বুড়িগোয়ালিনী নেী পুলিশ ফাঁড়ির ওসি অনিমেশ হালদার, বিজিবি দুরমুজখালী কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আবুল হোসেন, র‌্যাব-৬ মুন্সিগঞ্জের ডিএডি মোঃ জয়নাল আবেদিন, কৈখালী কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আদিল উর রহমান প্রমুখ।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটার যাতায়াত ও ভোট কেন্দ্রের নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

Bootstrap Image Preview