Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবমুক্ত হল লোকালয়ে ধরা পড়া গন্ধ গোকুল নির্জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৬:৩১ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৬:৩১ PM

bdmorning Image Preview


বরিশালের আগৈলঝাড়ায় লোকালয়ে ধরা পড়া বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির একটি গন্ধ গোকুল নির্জন অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

আজ বুধবার সকালে বন বিভাগের সহায়তায় গন্ধ গোকুলটি অবমুক্ত করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। 

আগৈলঝাড়া উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত সোমবার রাতে উপজেলার পশ্চিম বাগধা গ্রামের লিটু বৈদ্যের দোকানের কাছে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির ওই গন্ধ গোকুলটি আহত হয়। স্থানীয়রা আহতাবস্থায় প্রাণিটিকে উদ্ধার করে পরদিন মঙ্গলবার উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে যায়।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশুতোষ রায় ও শেফালী মজুমদার প্রাথমিক চিকিৎসা দিয়ে গন্ধ গোকুলটি সুস্থ্য করে তোলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বলেন, গন্ধ গোকুলের স্থানীয় নাম ভোঁদর। বিরল প্রজাতির এই প্রাণিটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের সহায়তায় পশ্চিম বাগধা এলাকার নির্জন বাগানে অবমুক্ত করা হয়েছে।

Bootstrap Image Preview