Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কক্সবাজারে র‌্যাবের সাথে গোলাগুলিতে জলদস্যু নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৬:২৪ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৬:২৪ PM

bdmorning Image Preview


কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ার মগনামা এলাকায় র‌্যাবের সাথে ‘গোলাগুলিতে’ জলদস্যু তারেক (৩০) নিহত হয়েছে।

আজ বুধবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তারেক কুতুবদিয়ার উত্তর ধুরুং এলাকার আব্দুস শুক্কুরের পুত্র এবং কুতুবদিয়া কুখ্যাত জলদস্যু দিদারের প্রধান সহযোগী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব ঘটনাস্থল থেকে বিদেশি একটি পিস্তল, দুইটি ওয়ান শুটার গান,২৩ রাউন্ড তাজা ও চার রাউন্ড ব্যবহৃত কার্তুজ উদ্ধার করেছে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, কিছুদিন আগে দিদার বাহিনী বঙ্গোপসাগর থেকে কয়েকটি মাছ ধরার নৌকা মাঝিসহ অপহরণ করে নিয়ে যায়। পরে মুক্তিপণ নিয়ে দু’পক্ষের মধ্যে দেন দরবার চলছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে তারেকসহ একদল জলদস্যু মুক্তিপণের টাকা নিতে মগনামায় আসে। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযানে গেলে জলদস্যুরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে তারেকের লাশ পাওয়া যায়।

কুতুবদিয়া থানার পরিদর্শক মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, তারেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু। তার বিরুদ্ধে অস্ত্র দস্যুতা, ডাকাতিসহ মোট ৫টি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview