Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমি এটার সাথে কখনই চিটিং করি নাঃ রুবেল হোসেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৪:৫০ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৪ PM

bdmorning Image Preview


গুরুত্বর অভিযোগ টাইগার দলের অন্যতম পেস বোলার রুবেল হোসেনের বিরুদ্ধে।তিনি নাকি টেস্ট ম্যাচ খেলতে চান না। কিন্তু এই ধরনের অভিযোগ মানতে নারাজ রুবেল।

ঘরের মাঠে সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ছিলেন না রুবেল। তাই অভিযোগের আঙুলটা তাঁর দিকেই উঠছে বার বার।ক্যারিবিয়ানদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে টাইগারদের ১৬ সদস্যের দলে আছেন তিনি।

আগামীকাল বিকেএসপিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। এই ম্যাচে বল করতে পারেন রুবেল।ম্যাচের আগে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়।আপনি নাকি টেস্ট খেলতে চান না কথাটা সত্যি কি?এমন প্রশ্নের জবাবে রুবেল বলেন,এটা সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের কথা কারা বের করছে জানি না। আমি টেস্ট খেলতে চাইব না কিসের জন্য। এই ক্রিকেটই আমার রুটি রুজি। এটার ওপরেই আমি চলি। আমার পরিবার চলে। তাই না, এটার সাথে তো আমার চিটিং করার কিছু নেই। আমি জানি না এটা কারা বের করছে, বাট আমি কখনই বলি নাই আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই না।

আন্তর্জাতিক টেস্ট খেলা বাদেও ঘরের মাঠে জাতীয় লিগ,বিসিএল খেলা আছে। এই ধরনের খেলায়ও নাকি বোলিং করতে চান না?

এমন অভিযোগে তিনি আরো বলেন,না না এধরনের কিছু না। আমি বিসিএলে বোলিং করছি না? ম্যাচ খেলছি তো, আমি টেস্ট যদি ইঞ্জয়ই না করতাম তাহলে আমি এটাকে এড়ায়ে চলে যেতাম। আমি এটার সাথে কখনই চিটিং করি না’।

যেহেতু টেস্ট খেলতে পারেননি তাই ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল নিয়ে নিজের ভাবনার কথাও জানিয়ে দিলেন তিনি,আসলে ওইধরনের কোনো কিছু করি নাই। কারণ প্রত্যেকটা ব্যাটসম্যানকে নিয়েই আমাদের দেখতে হয়। আমাদের ভিডিও অ্যানালিস্ট আছে, সে সবার ভিডিও দিয়ে দেয়।ওইরকম আলাদা ভাবে কাউকে দেখার হয় নাই। ওদের টিমে সবাই তো মেইনলি স্ট্রোক খেলতে পছন্দ করে। আমাদের এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।

Bootstrap Image Preview