Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দণ্ডপ্রাপ্ত ও ঋণখেলাপীদের মনোনয়ন দিয়েছে বিএনপি: হাসান মাহমুদ

চট্টগ্রাম প্রতিনিধি 
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৭:০২ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৭:০২ PM

bdmorning Image Preview


মনোনয়ন দেয়ার ক্ষেত্রে বিএনপি নাটক করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। এসময় তিনি বিএনপিকে নাটক না করে নির্বাচনের দিকে মনোনিবেশ করারও আহ্বান জানান।

মঙ্গলবার (৪ নভেম্বর)সকাল ১১ টায় চট্টগ্রামস্থ দেওয়ানজি পুকুরপাড়ে তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দল তিনশ আসনের বিপরীতে ৮শ’ নমিনেশন গত ৪৭ বছরের ইতিহাসে দেয়নি। তারা জানতো তাদের অনেক মনোনয়ন টিকবে না। তারা ইচ্ছাকৃতভাবে নাটক সৃষ্টি করার জন্যে দণ্ডপ্রাপ্ত আসামি, ঋণখেলাপি ও বিল খেলাপিদের মনোনয়ন দিয়েছিল। আর সুনির্দিষ্ট কারণেই তাদের একশ’র অধিক মনোনয়ন বাতিল হয়েছে।

অন্যদিকে, মনোনয়ন দেয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ সতর্ক ছিল উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আমরা শুরু থেকেই সতর্ক ছিলাম। দলের মনোনয়ন প্রত্যাশীদের দলীয় নমিনেশন ফর্মে মামলা, ঋণ ও বিল খেলাপির বিষয় যুক্ত করতে বলা হয়েছিল। এরপরেও সকলের বাংলাদেশ ব্যাংকের সিএসবি রিপোর্ট দেখা হয়েছিল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের সমালোচনা করে হাছান বলেন, তার কাজই হলো প্রতিদিন মিথ্যাচার করা। বিমানমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকের সূত্র ধরে সংবাদ সম্মেলনে বানোয়াট কথা বলছেন। মনোনয়ন নিয়ে নাটকের অবতারণা করে প্রথম থেকেই তাদের সতর্ক থাকা উচিত ছিল। 

Bootstrap Image Preview