Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরাজগঞ্জে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৫:২৮ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৫:২৮ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের গোলচত্বর এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৫ জনকে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতেরা হলেন- জহুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, রকি,  নামিয়া, রোজিনা, আজমিন, শান্ত,  লিটন, শরিফুল ইসলাম, হাবিব, স্বপন, আয়নাল, মজিদ, আলামিন ও তানজিদ।

পুলিশ জানায়, দুপুরে সিরাজগঞ্জ থেকে অভি এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস ঢাকা যাচ্ছিলো। বাসটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের গোলচত্বর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রোকনুজ্জামান।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Bootstrap Image Preview