Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বগুড়া-৪ আসনে ৬ মনোনয়ন বাতিল

 নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০২:১৪ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০২:১৫ PM

bdmorning Image Preview


বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসন থেকে ভোটে অংশগ্রহণে ইচ্ছুক স্বতন্ত্র প্রার্থী আশরাফুল অলম ওরফে হিরো আলম ও কাহালু উপজেলা চেয়ারম্যান মাওলানা তায়েব আলীসহ মোট ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নন্দীগ্রাম উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও ইএনও শারমিন আখতার বিষয়টি নিশ্চিত করে করেন।

তিনি জানান, বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। মনোনয়নপত্রে সাধারণ ভোটারদের স্বাক্ষরে গড়মিল থাকার কারণে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

অপরদিকে কাহালু উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও ইএনও আরাফাত রহমান জানান, উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করার কারণে মাওলানা তায়েব আলীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। 

এছাড়া দলীয় মনোনয়ন না পাওয়ায় আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন কবিরাজ ও অধ্যাপক আহছানুল হক, ভোটারদের তালিকা ভূয়া পাওয়ায় নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. ইউনুছ আলী ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন দলের নিবন্ধন না থাকায় জাহিদুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।  

Bootstrap Image Preview