Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুর-২: সাজেদা চৌধুরীসহ ৬ মনোনয়ন বৈধ ঘোষণা

 সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০২:০৮ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০২:০৮ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে আওয়ামী লীগের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপিসহ ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। তবে এ আসন থেকে এক জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে সকল প্রার্থী এবং প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়।  

সালথা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ফরিদপুর-২ আসনে মোট ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। রবিবার দুপুরে বাছাইতে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এরা হলেন- আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি,  বিএনপির মনোনিত দুই প্রার্থী শামা ওবায়েদ রিংকু ও শহীদুল ইসলাম বাবুল, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের এ্যাড. জয়নাল আবেদীন বকুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেএম সরোয়ার হোসেন এবং মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় কমিউনিষ্ট পার্টির প্রার্থী মো. হাফিজুর রহমানের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন।    

Bootstrap Image Preview