Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামায়াত সেক্রেটারির মনোনয়ন বৈধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৮ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। মনোনয়ন মজা দেওয়ার পর আলোচনায় আসেন তিনি।

রবিবার ঢাকা জেলা রিটার্নিং কার্যালয়ের যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনিসহ এই আসনে ১৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হেমায়েত উল্লাহ, আওয়ামী লীগের এমপি কামাল আহমেদ মজুমদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)আহমেদ সাজিদুল হক, জেএসডির শামসুল ইসলাম, পিডিপির শামসুল আলম, বিএনপির প্রার্থী ড. আসাদুজ্জামান রিপন, মামুন হাসান (১৬৪টি মামলা আছে) ও জামায়াত সেক্রেটারি ডা. শফিকুর রহমান, বিকল্পধারার এইচএম গোলাম কায়সার, বাংলাদেশ জাতীয় পার্টির সাইফুল ইসলাম, জাতীয় পার্টির আব্দুল মান্নান মিয়া ও শামসুল হক এবং বিএনএফের এসএম ইসলাম।

আর তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন, জাতীয় পার্টির মো. মুকুল আমিন (ঋণখেলাপি), স্বতন্ত্র মো. সলিমুদ্দিন (ভোটারদের ভুয়া স্বাক্ষর) ও আব্দুর রহিম (ভোটারদের ভুয়া স্বাক্ষর)।

Bootstrap Image Preview