Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামায়াতের ২৫ প্রার্থীর মধ্যে ২৩ জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৭:৪৪ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৮:৫০ PM

bdmorning Image Preview


জামায়াতে ইসলামী মনোনীত ২৫ জন ধানের শীষের প্রার্থীর মধ্যে ২৩ জন এবং স্বতন্ত্রভাবে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

জামায়াতের স্বতন্ত্রপ্রার্থীর যে সকল আসনে মনোনয়নপত্র বৈধ হলঃ

জয়পুরহাট-১, বগুড়া-২, চাপাইনবাবগঞ্জ-৩, পাবনা-১, পাবনা-৪, মেহেরপুর-১, যশোর-৫, যশোর-৬, ময়মনসিংহ- ৬, চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১৬।

জামায়াত মনোনীত প্রার্থীর মধ্যে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছেঃ

দিনাজপুর-১ আসন মাওলানা মোহাম্মদ হানিফের মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে রিটার্নিং অফিসার। তবে আপিলে ফিরে পাওয়ার আশা করছেন তিনি।

রংপুরের মিঠাপুকুরের অধ্যাপক গোলাম রব্বানি ব্যাপারে আজ আংশিক শুনানি হয়েছে। আগামীকাল ফাইনাল শুনানি হবে।

যেসব জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেঃ

রাজশাহী-১

এই আসনে অধ্যাপক মুজিবুর রহমান (স্বতন্ত্র) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ৩টি মামলা না দেখানোয় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

নীলফামারী-১

এই আসনে আবদুস সাত্তারের (স্বতন্ত্র) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একজন মহিলার স্বাক্ষর অস্বীকার দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে ওই মহিলাকে হাজির করলেও তা গ্রহণ করা করেনি। আপিলে যেতে বলা হয়েছে।

পটুয়াখালী-২

এই আসনে ড. মাসুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ১ জন স্বাক্ষর স্বীকার না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

কুষ্টিয়া-২

এই আসনে আবদুল গফুরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ৭ জনের স্বাক্ষর সমস্যা দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

লালমনিরহাট-১

এই আসনে আবু হেনা এরশাদ হোসেন সাজুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ৩ জনের স্বাক্ষর সমস্যার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

বগুড়া-৪

এই আসনে মাওলানা তায়েব আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়। উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বগুড়া-৫

এই আসনে দবিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ না করায় বাতিল তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

চুয়াডাঙ্গা-২

এই আসনে রুহুল আমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়। একজন স্বাক্ষর অস্বীকার করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

লক্ষীপুর-২

জেলা জামায়াতের আমীর রুহুল আমীনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বাক্ষরের বিষয় দুই জন স্বীকার না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

গাইবান্ধা-৪

এই সনে জেলা জামায়াতের আমীর ডা. আব্দুর রহিমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একজন স্বাক্ষর অস্বীকার করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

কুড়িগ্রাম-৪

এই আসনে মোস্তাফিজুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ভোটার স্বাক্ষরে সমস্যা দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

রাজশাহী-৩

এই আসনে অধ্যাপক মাজেদুর রহমানের সাক্ষরে সমস্যা থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-২

এই আসনে ইয়াহয়িয়া খালেদের সাক্ষরে সমস্যা থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

প্রসঙ্গত, বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের নিবন্ধন বাতিল করায় দলটি বিএনপির প্রতিকেই লড়বে।

Bootstrap Image Preview