Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাদ পড়লেন জাতীয় পার্টির মহাসচিবও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৬:৩০ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৬:৩০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


পটুয়াখালীতে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার। ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার মো. মতিউল ইসলাম চৌধুরী।

আজ রবিবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের দরবার হলে বাছাই অনুষ্ঠিত হয়।

জেলা রিটার্নিং অফিসার মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, সোস্যাল ইসলামী ব্যাংক ঢাকার গুলশান শাখায় ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী আগামী তিনদিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন বলে জানান এই কর্মকর্তা।

প্রসঙ্গত, আজ রবিবার সকাল থেকেই একাদশ সংসদ নির্বাচনের ৩০০ আসনের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। রিটার্নিং অফিসাররা যার যার এলাকায় জমা পড়া মনোনয়নপত্র বাছাই করে বৈধ প্রার্থীর তালিকা তৈরি করছেন।এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, হিরো আলম, ডা. ইমরান এইচ সরকার, সাদেক হোসেন খোকার ছেলেসহ কয়েকজন এমপির মনোনয়নপত্রও বাতিল হয়ে গেছে।

Bootstrap Image Preview