Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের ১০টি পোশাক কারখানাকে প্রশিক্ষণ দিচ্ছে নেদারল্যান্ড

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৬:১০ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৬:১০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


দীর্ঘ পাঁচ বৎসরব্যাপী নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন CBI (The Centre for the Promotion of Imports from developing countries) নামক একটি সংস্থা বাংলাদেশের নির্বাচিত ১০টি পোশাক শিল্প কারখানাকে প্রশিক্ষণ প্রদান করে আসছে।

দ্বিপাক্ষিক সহযোগিতামূলক প্রকল্পের আওতায় তাদেরকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

কারখানাগুলোকে তাদের তৈরী পোশাকের গুণগত মান বৃদ্ধি থেকে শুরু করে পরিবেশবান্ধব উপায়ে শিল্পকে কিভাবে বিদেশি ক্রেতাদের কাছে তুলে ধরা যায় সেজন্য সবরকম প্রশিক্ষণ প্রদান করা হয় সেখানে।

গত ২৬ নভেম্বর নেদারল্যান্ডে বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে এক উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। CBI-এর প্রতিনিধি বাংলাদেশে তাদের এই প্রকল্পকে সফলতার এক অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

Bootstrap Image Preview