Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মনোনয়ন বাতিল হলেও নির্বাচনের সুযোগ আছে: ইসি সচিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০১:১৬ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০১:১৬ PM

bdmorning Image Preview


নির্বাচন কমিশনার সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছে, মনোনয়ন বাতিল হলেও নির্বাচনের সুযোগ আছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই।

জানা গেছে, যাচাই-বাছাই শেষে আগামী ৯ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। 

তিনি বলেন, রিটার্নিং অফিসারের বিবেচনা সাপেক্ষে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলেও সেই প্রার্থীর সামনে নির্বাচনের সুযোগ আছে। এ ক্ষেত্রে রিটার্নিং অফিসার কর্তৃক বাতিল হওয়ার পর প্রার্থী নির্বাচন কমিশনের কাছে প্রাথমিক পর্যায়ে আপিল করতে পারেন।

ইসি সচিব আরও বলেন, নির্বাচন কমিশনও যদি প্রার্থীর আবেদন বাতিল করে দেয়, তখন প্রার্থী হাইকোর্টে আবেদন করতে পারবেন। আর হাইকোর্ট যদি তার আবেদন মঞ্জুর করেন তা হলে ওই প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

Bootstrap Image Preview