Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাজিমউদ্দিন রোডের কারাগারের নিরাপত্তা পর্যবেক্ষণে এফবিআই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ১২:১৬ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ১২:১৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নাইকো মামলায় সাক্ষী দিতে এফবিআইয়ের কয়েকজন সদস্য বাংলাদেশে আসবেন। তাই ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইন্টেলিজেন্স (এফবিআই)।

এফবিআইয়ের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার সকাল ১০টায় কারাগারের ভেতরে প্রবেশ করে। প্রায় আধা ঘণ্টা সময় সেখানে অবস্থান করে বেরিয়ে যান তারা। কারা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কারা সূত্র জানায়, নাইকো দুর্নীতি মামলায় সাক্ষী দিতে এফবিআইয়ের কয়েকজন সদস্য বাংলাদেশে আসবেন। তাদের নিরাপত্তার স্বার্থে এফবিআইয়ের প্রতিনিধি দল কারাগার পরিদর্শন করে। নাইকো মামলার প্রধান সাক্ষী ১১ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন। পরদিন ১২ ডিসেম্বর কোর্টে হাজির হবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকায় সেখানে অস্থায়ী আদালত বসানো হয়েছে। সেখানেই নাইকো দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে।

Bootstrap Image Preview