Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেঞ্চুরিটা 'মা'কে উৎসর্গ করলেন মাহমুদউল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৬:১৬ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৮ PM

bdmorning Image Preview


গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে এই মিরপুরেই দীর্ঘ আট বছর পর ক্যারিয়ারের দ্বিতীয়  সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেই সেঞ্চুরির আনন্দ এখনো লেগে আছে রিয়াদের মুখে। সেদিন রিয়াদ  সেঞ্চুরির আনন্দটা মাঠে সিজদা দিয়ে একমাত্র সন্তানকে উৎসর্গ করেছিলেন। 

আজ সেই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলে ফেললেন টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস। করলেন সেঞ্চুরি। সেঞ্চুরির আনন্দটা মাঠে সিজদা দিয়ে করলেন। ঠিক জিম্বাবুয়ের বিপক্ষে যেমনটি করেছিলেন।
কিন্তু উৎসর্গটা করলেন একমাত্র ছেলে ও মাকে।

গত দিনের মত সেঞ্চুরি শেষে সাংবাদিক সম্মেলনে আসেন মাহমুদউল্লাহ সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয় ক্যারিয়ায়ের এই সেরা সেঞ্চুরিটা কাকে উৎসর্গ করতে চান? এমন প্রশ্নের জবাবে রিয়াদ বলেন,'উদযাপনের উদ্দেশ্য আমার পরিবার। আমার স্ত্রী, আমার ছোট বাচ্চা। আমি আমার একশোটা আমার আম্মুকে উৎসর্গ করতে চাই। কারন আমার বাবা-মা আমার জন্য অনেক দোয়া করে। সবার বাবা মা, তাই করে।  এই কারনে আমার মনে হয় এই কারনে তারা এটা ডিজার্ভ করে।

রিয়াদের দুর্দান্ত ব্যাটিংয়ে ভালো পজিশনে আছে বাংলাদেশ। ব্যাট হাতে রিয়াদ ১০টি চার হাঁকিয়ে   ১৩৬ রান করেছেন। দিনে দিনে রিয়াদ নিজেকে যে অবস্থানে নিয়ে যাচ্ছেন তাতে এই ইনিংস যে তাঁর ক্যারিয়ারের সেরা বাঁ সব থেকে বড় ইনিংস সেটি বলা যাচ্ছেন ।হয়তো সামনে এর থেকেও বড় ইনিংস খেলবেন ততো দিন সেই অপেক্ষায় রিয়াদ ভক্তরা।

Bootstrap Image Preview