Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে আগুনে পুড়ে ১০টি ঘর পুড়ে ছাঁই

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৪ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৪ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জে ভৈরবে অাগুনে পুড়ে ১০টি টিনের ঘর পুড়ে ছাঁই, ১৫ লক্ষ টাকার ক্ষতির অাংশকা।

আজ শনিবার দুপুরে পৌর শহরের পঞ্চবটি এলাকায় এঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘরগুলিতে নিম্ন অায়ের লোকজন বসবাস করত বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্থরা জানান, বৈদুত্যিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ঘরের আসবাবপত্র, মূল্যবান জিনিস, টাকা -পয়সা পুড়ে গেছে। এসময় ঘরগুলি পুড়ে যাওয়াই অনেক ঘর মালিক কান্নায় ভেঙে পড়েন।

ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ফজলুল হক জানান, অাজ দুপুর ২টায় আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তিনি অারো জানান এ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Bootstrap Image Preview