Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ, অতঃপর...

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৩:২৮ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৩:২৮ PM

bdmorning Image Preview


পাবনার ভাঙ্গুড়ায় আচমকা ট্রেন আসায় জীবন বাঁচাতে রেলব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে শিবলু হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে উপজেলার বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিবলু চাটমোহর পৌর শহরের শালিকা গ্রামের রফিক হোসেনের ছেলে। তিনি পেশায় অটোভ্যানচালক। শিবলু দীর্ঘদিন ভাঙ্গুড়া রেলস্টেশন এলাকায় বসবাস করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বড়াল রেলব্রিজের ওপর বসেছিলেন শিবুল। আচমকা ট্রেন এসে পড়ায় উপায় না পেয়ে জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেন তিনি।

পরে খবর পেয়ে ফায়ার সাভিস ও থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে রাজশাহী ডুবুরি দলকে খবর দেয়া হয়।পরে আজ সকাল ১০টায় রাজশাহী ডুবুরি দলের সদস্যরা দেড় ঘণ্টা তল্লাশি চালিয়ে নদী থেকে শিবলুর মরদেহ উদ্ধার করে।

ভাঙ্গুড়া থানার ওসি মো. মাসুদ রানা জানান, ওই যুবক মাথায় গুরুতর আঘাত পেয়ে পানিতে তলিয়ে যায়। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview