Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালিতে শীত জনিত রোগে ১০ দিনে হাসপাতালে ১৬২ শিশু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৩:০০ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৩:০০ PM

bdmorning Image Preview


নোয়াখালীতে শিশুদের শীতজনিত নানা রকম অসুখ দেখা দিয়েছে। জেলা সদর ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে সর্দি, কাশি, শ্বাসতন্ত্রসহ ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। প্রতিদিন গড়ে ১৪ থেকে ১৫ জন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে ।

শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ১১ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে গত ১০ দিনে ১৬২ শিশু ভর্তি হয়ে চিকিৎসা নেয়। বর্তমানে ভর্তি আছে ৭০ শিশু।

শীতজনিত রোগে আক্রান্ত শিশুদের বাড়তি চাপ সামাল দিতে না পেরে অনেকের চলছে চিকিৎসা ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মেঝেতে।

রাত-দিন ২৪ ঘণ্টাই হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রোগীদের পাশিপাশি  জরুরি বিভাগ ও বহির্বিভাগে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান জানান, শীতজনিত কারণে শ্বাসতন্ত্রের সংক্রমন ও এলার্জিজনিত সমস্যায় ভোগা শিশুদেরকে সময় মতো চিকিৎসকের কাছে না আনার কারণে অনেকের সমস্যা জটিল আকার ধারণ করে।

Bootstrap Image Preview