Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১২টি পর্যবেক্ষণে দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০১:২৯ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০১:২৯ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে ১২টি পর্যবেক্ষণ দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়াও কয়েক হাজার দেশীয় পর্যবেক্ষক বাংলাদেশের এ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। দেশটির জ্যেষ্ঠ এক কর্মকর্তা বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে আশাপ্রকাশ করে এসব তথ্য জানিয়েছেন।

আসন্ন ৩০ ডিসেম্বরের সাধারণ নির্বাচন নিয়ে বিরোধীদের তীব্র উদ্বেগের মধ্যে চলতি সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের নির্বাচনে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না বলে জানায়। একই সঙ্গে তারা বাংলাদেশের নির্বাচন ও নির্বাচনী ফলাফল নিয়েও কোনো মন্তব্য করবে না বলে ঘোষণা দিয়েছে। ইইউর এই অবস্থানের পর বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কি-না এমন গুঞ্জন শুরু হয়।

ঠিক এই সময়ে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত বেশ গুরুত্ব বহন করছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিএনপি নেত্রী খালেদা জিয়া কারাগারে রয়েছেন। সেই সঙ্গে দলটির বেশ কিছু নেতাকর্মীও এই মুহূর্তে কারাবন্দি। এর আগে ২০১৪ সালের নির্বাচন বিএনপি বয়কট করেছিল। তবে এবার দলটির নির্বাচনে অংশ নেয়ার ঘোষণায় আন্তর্জাতিক সম্প্রদায় পর্যবেক্ষণের বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে দেখছে।

ঢাকায় নিযুক্ত মার্কিন কূটনীতিক উইলিয়াম মুলার বার্তাসংস্থা রয়টার্সকে জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলের প্রত্যেকটির নেতৃত্ব থাকবেন দু’জন। তারা দেশের অনেকটা জায়গায় ঘুরে তথ্য সংগ্রহ করবেন।

তিনি জানান, বাংলাদেশের সরকার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। আমরা এই ধরনের পদক্ষেপকে স্বাগত জানাই। আমরা আশা করি, এর ফলাফল দেখতেই পর্যবেক্ষণ দল নিযুক্ত করেছি।

প্রায় ১০ হাজার জনের মতো দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষণকারী সদস্য অংশগ্রহণ করবে নির্বাচনে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ডের সরকার এতে অর্থায়ন করবে।


 

Bootstrap Image Preview