Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ম্যাচ শেষে 'বাবা'কে নিয়ে যা বললেন সাদমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৫:৪৪ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৫:৪৫ PM

bdmorning Image Preview


মনের মত খেলোয়াড়ের জন্য বিসিবি প্রতিনিয়ত নতুন মুখ খুঁজে চলেছেন।চলতি বছরে টাইগাররা ৮টি টেস্ট খেলেছে ।এই ৮টি টেস্টে অভিষেক হয়েছে ৮ জনের। এই ৮ জনের মধ্যে এবার মনে হয় একজন মনের মত ব্যাটসম্যান খুঁজে পেল বিসিবি। অভিষেক টেস্টেই নিজের নামের সুবিচার করেছেন সাদমান ইসলাম অনিক। দুর্দান্ত ব্যাটিং করে নজর কেড়েছেন সবার। ঢাকা টেস্টের প্রথম দিনেই তাই সবার মুখে সাদমানের নাম। 

কিন্তু কার জন্য আজকের এই সাদমান হয়েছেন সেটা হয়তো অনেকের অজানা। আজকের এই সাদমান হওয়ার পিছনে তাঁর বাবা।তাই অভিষেকের সূচনা দারুণ হওয়ায় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাদমান জানিয়ে গেলেন বাবার অনুপ্রেরণার কথা,'তা তো অবশ্যই আছে। আব্বু আমাকে সব সময় সাপোর্ট করেছেন । আমি যখন অনূর্ধ্ব১৫, ১৭ খেলতাম তখন আব্বু আমাকে সাথে নিয়ে ক্যাম্পে যেত তখন আমি ছোট ছিলাম। আমি যখন থেকে ভাবতাম আমি ক্রিকেটার হবো তখন থেকেই আব্বু  আমাকে খেলার জন্য বলেছে। যেহেতু আমি একাডেমি, স্কুল ক্রিকেট থেকে এসেছি তো আমাকে খেলার জন্য অনেক সাপোর্ট করেছে। কিভাবে খেলতে হয়, কিভাবে লাইফ সেট করতে হয় ক্রিকেটারদের এই কথা গুলো আমাকে এখনো বলে।আমি নিজেকে চেষ্টা করি ওই ভাবে রাখার।'

ইনজুরির কারণে দলে নেই ইমরুল কায়েস ও তামিম ইকবাল। এদিকে লিটন ও সৌম্যর ব্যাট অনেক দিন ধরেই হাসছে না। এমন সময় একজন ওপেনার নিয়ে মহা দুশ্চিন্তায় ছিলো টিম ম্যানেজমেন্ট। টিম টাইগারের এই বিরাট খরার মধ্যে সাদমান যেন বৃষ্টি হয়ে এলো।তাতে স্বস্তি ফিরেছে বিসিবিতে।  

ক্যারিয়ারের প্রথম টেস্ট ম্যাচে সাদমান বুঝিয়ে দিয়েছেন বড় ইনিংস খেলার সামর্থ্য আছে তাঁর। সামনে সুযোগ পেলে এই ধারাবাহিকতা ধরে রাখার আত্মবিশ্বাস তাঁর মধ্যে আছে। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬টি ৪ হাঁকিয়ে তিনি ৭৬ রান করেছেন।

Bootstrap Image Preview