Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাষ্ট্রীয় সম্মানে সমাহিত মুক্তিযোদ্ধা একেএম আফজাল হোসেন

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৪:১৪ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৪:১৪ PM

bdmorning Image Preview


রাষ্ট্রীয় সম্মানে সমাহিত হলেন একাত্তরের রনাঙ্গনের জীবনবাজী রেখে লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধা একেএম আফজাল হোসেন।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে এ বীর সেনানীর প্রথম জানান অনুষ্ঠিত হয় কলাপাড়া পৌর শহরের কেন্দ্রিয় বড় জামে মসজিদ প্রাঙ্গণে। দল মত নির্বিশেষে হাজারো মানুষের উপিস্থতিতে এসআই নুরুজ্জামনের নেতৃত্বে কলাপাড়া থানা পুলিশের একটি চৌকস দল তাকে মরনোত্তর রাষ্ট্রীয় সম্মান প্রদান করেন। পরে তাকে পারিবারিক কবস্থানে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহি অফিসার মো. তানভীর রহমান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) আলী আহম্মদ, পটুয়াখালী-৪ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী মহিব্বুর রহমান মহিব, কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারন মানুষ। উপজেলার ধুলাসরে গ্রামের বাড়ীতে বাদ জুমা দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়েছে পারিবারিক করস্থানে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ৩টা ৪৫মিনিটে ঢাকার সরোয়ার্দী হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন মুক্তিযোদ্ধা একেএম আফজাল হোসেন। তিনি বিএনপি কেন্দ্রিয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি ও পটুয়াখালী-৪ সংসদীয় আসনের বিএনপি দলীয় প্রার্থী এবিএম মোশারফ হোসেনের বড় ভাই।   

Bootstrap Image Preview