Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিখোঁজ ব্যারিস্টার যোবায়েরের সন্ধান এখনও মেলেনি

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৪:১৩ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৪:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


এখনও সন্ধান মেলেনি নিখোঁজ সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়ার। পরিবারের দাবি, যোবায়েরকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর কারওয়ান বাজার থেকে ডিবি পরিচয়ে তাকে তুলে নেয়া হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। তবে আটকের বিষয়টি স্বীকার করছে না ডিবি।

যোবায়েরের সঙ্গে থাকা বশির নামে একজন রিয়েল এস্টেট কোম্পানির ব্যক্তিকেও ধরে নিয়ে যায়।

আটকের সময় এক ব্যক্তি নিজেকে ডিবির এসি শাহাদাত হোসেন বলে পরিচয় দেন।

এদিকে একদিন পার হলেও ব্যারিস্টার যোবায়েরের সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন পরিবারের সসদস্যরা।

আটকের সংবাদ পেয়ে গতকাল বিকালেই মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান যোবায়েরের বড় বোন ডা. ফেরদৌসী। কিন্ত সেখান থেকে বলা হয়, যোবায়ের নাম কাউকে আটক করা হয়নি।

তবে পরিবারের দাবি, যোবায়ের আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। কিন্তু ডিবি তা স্বীকার করছে না।

শুক্রবার বিকালে ডা. ফেরদৌসি জানান, সকাল থেকেই এখনও পর্যন্ত ডিবি কার্যালয়ে অপেক্ষা করছি। কিন্তু যোবায়েরের বিষয়ে আমাদের কোনো তথ্য দেয়া হচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে ডিবির এসি শাহাদত হোসেন বলেন, শিবির কানেকশন থাকার অভিযোগে তাকে আটকের চেষ্টা চলছে। তবে তাকে আটকের বিষয়টি অস্বীকার করেন এসি শাহাদত।

প্রসঙ্গত, ব্যারিস্টার যোবায়ের মানারাত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র।

Bootstrap Image Preview